কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী ,উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিলা খাতুন ,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় পরিষদের বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া উপজেলা পরিষদের আয়োজনে ২৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টা থেকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, উপজেলা কৃষি ঋণ কমিটি, এনজিও, চোরাচালান প্রতিরোধ, কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ জামান -কে উপজেলা পরিষদ তথ্য পরিকল্পনা ও বাজেট বই (অর্থবছর : ২০১৯-২০২৪) উপহার প্রদান করেন।