হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কাবিখার প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবুল হোসেন খন্দকার

কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কাবিখার প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবুল হোসেন খন্দকার

কর্তৃক
০ মন্তব্য 105 ভিউজ

জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ :

কালিগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারী বরাদ্দকৃত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের কাজ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আবুল হোসেন খন্দকার। ৫ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কালিগঞ্জে কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। প্রথমে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা শরীফ পলিটেকনিক্যালে মাটি ভরাট কাজ পরিদর্শন এবং পরে উপজেলা মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া নবাব কারিকরের বাড়ি হতে আনসার কারিকরের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার, রতনপুর ইউনিয়নে মালেংগা আবু হাসানের বাড়ির পাশ হতে রফিক বেলের বাড়ির অভিমুখে রাস্তা সংস্কার ও ধলবাড়িয়া ইউনিয়নে বাশঝাড়িয়া ক্যাম্পের এলাকায় রাস্তা সংস্কার, মৌতলা ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়নের কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবুল হোসেন খন্দকার।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সিফাত উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, সাংবাদিক বৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প কমিটির ব্যক্তিবর্গ। কালিগঞ্জ উপজেলায় কাবিখা প্রকল্পের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারী বরাদ্দকৃত প্রকল্প কাজের প্রায় ৪০টন গম সাতক্ষীরা ডিবি পুলিশ আলীপুর চেক পোষ্ট এলাকা থেকে গত বৃহস্পতিবার ৩২৬ বস্তা ১৯ মেট্রিক টন ৫৬০ কেজি গম আটক করে।

এ ঘটনায় পুলিশ তারালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল গণি, ট্রাক চালক লিয়াকত সরদার, নলতা শরীফ এলাকার মৃত কামরুল হুদার ছেলে আব্দুল খালেক ঘোরামী সহ ৪ জন কে গ্রেপ্তার করে ৫৪ ধারায় কারাগারে প্রেরণ করেছে। অন্য আসামীরা পালিয়ে রয়েছে। আটকের পর খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দুদক খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে ৬ জন কে আসামী করে গত শনিবার একটি মামলা দায়ের করেন মামলা নং-১৪, তারিখ-২৭-০৬-২০২০। ইতিপূর্বে ঐ মামলার ৪ জন কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার প্রাথমিক ভাবে প্রকল্প কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ক্রেতা সহ ৬ জন কে অন্তর্ভূক্ত করে মামলা করেছে। কাবিখা প্রকল্পের গম ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে আটক ৬ জন কে আসামী করে মামলা হওয়ার পর একের পর এক উপজেলার ৯টি ইউনিয়নের কাবিখা প্রকল্পের মাটি ভরাট ও রাস্তার কাজ সঠিক ভাবে হয়েছে কি না তা পরিদর্শনের জন্য একাধিক উদ্ধর্তন কর্মকর্তা পরিদর্শন করেন।

আটকের পর থেকে ইতিপূর্বে ১ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা ত্রান পূর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল বাশেদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এদিকে কালিগঞ্জ উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাবিখার গম প্রথম, দ্বিতীয় কিস্তির নেওয়ার পর তৃতীয় কিস্তির গম নিয়ে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিক্রয় করে। উক্ত গম গোডাউন থেকে সাতক্ষীরার পাটকেল ঘাটায় একটি রাইস মিলে নিয়ে যাওয়ার পথিমধ্যে জেলা ডিবি পুলিশ আলীপুর চেক পোষ্টে ট্রাক সহ আটক করার পর থেকে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এছাড়াও খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার তারালী, চাম্পাফুল ও দক্ষিণশ্রীপুর ইউনিয়নে প্রকল্পের কাজ পরিদর্শনে যাবেন বলে সাংবাদিকদের জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন