হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদে মানব পাচার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদে মানব পাচার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 137 ভিউজ

জাহাঙ্গীর আলম( কালিগঞ্জ) :
২৮ জুলাই সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিস এর বাস্তবায়নে এবং ইউএন ওডিসি ভিয়েনা অস্ট্রিয়া এর সহযোগিতায় মানব পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে কাউন্টার ট্রাফিকিং কমিটির সম্মানীয় সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুল হাসান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,নলতা ইউনিয়ন পরিষদের সচিব কামরুল ইসলাম বাবু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, এনজিও প্রতিনিধি আজহারুল ইসলাম ইউপি সদস্য যথাক্রমে আফসার আলী, হাবিবুর রহমান, আরশাদ উদ্দিন, শহিদুল ইসলাম, এনামুল হক, আব্দুল মজিদ, খোদেজা খাতুন, হালিমা খাতুন, সালেহা আক্তার প্রমূখ। সভায় বক্তারা নারী ও শিশু পাচার প্রতিরোধে ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় হ্যান্ডবিল পোস্টার লিফলেট প্রদান করেন। এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে উদ্ধার,প্রত্যাবাসন, ভিকটিমদের প্রয়োজনীয় সেবা এবং সামাজিক পুনর্বাসন করার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন