হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে ১ কেজী স্বর্ণসহ ২ ব্যাক্তি গ্রেফতার করেছে থানা পুলিশ

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জে প্রাইভেটকারে এক কেজী স্বর্ণ সহ ২ ব্যাক্তি আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলতা চৌমুহী এলাকা থেকে ১ হাজার ১‘শ ১০ গ্রাম স্বর্ণসহ এক ব্যবসায়ি ও গাড়ি চালক কে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্যে ৬১ লাখ ৮৭ হাজার ১ শত ৭৮ টাকা।

আটককৃত স্বর্ণ ব্যবসায়ী ঢাকা কোতওয়ালী গোয়াল নগর বাজারের পাশে হরিপদ ঘোষ এর পুত্র সুব্রত ঘোষ (৫৫) ও তার গাড়ির ড্রাইভার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাকড়া গ্রামের হরিদাস এর পুত্র তপু দাস (২৮)।

আটকের পর ১৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কালিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এএসআই রাসেল মাহমুদ, এসআই শেখ তরিকুল ইসলাম, এসআই জিয়ারত আলী, পিএসআই মিঠুন মন্ডল, সঙ্গীয় পুলিশ ফোর্স কালিগঞ্জের হিজলা এলাকায় অবৈধ পথে স্বর্ণ ভারতে পাচারের উদ্যেশে অবস্থান করছিল। থানা পুলিশ এসময় একটি সাদা রং এর প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ ৪৩-১৭৬৭ জব্দ করে।

তল্লাশী চালিয়ে ১১১০ গ্রাম স্বর্ণ সহ দুটি মোবাইল সহ দুই ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যাক্তি একজন স্বর্ণ ব্যবসায়ী বলে জানান। এবিষয়ে কালিগঞ্জ থানায় এসআই শেখ তরিকুল ইসলাম বাদী হয়ে স্বর্ণ চোরাকারবারী সুব্রত ঘোষ ও গাড়ির ড্রাইভার তপু দাসকে আসামী করে থানায় মামলা করেছে। আকটকৃত সুব্রত ঘোষ সাংবাদিকদের জানান, ঢাকা তাঁতি বাজার থেকে যশোর জেলার মনিরামপুর ভেনাস জুয়েলার্স এর মালিক জনৈক গোবিন্দ ঘোষের কাছে স্বর্ণ দিতে আসি।

তখন পথ ভুলে আমরা এখানে চলে আসি। ঢাকায় আমার স্বর্ণের দোকান আছে আমি একজন ব্যবসায়ী। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে জানাগেছে আসামীরা স্বর্ণ অবৈধ পথে ভারতে শুল্ক কর ফাকি দিয়ে চোরাকারবারীর উদ্যেশ্যে এলাকায় এসেছে। আসামীরা জব্দকৃত আলামতের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারার অপরাধ করেছে। মামলা নং ২১ তারিখ ১৪/০১/২০২১ ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন