হোম জাতীয় কালিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কালিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক
০ মন্তব্য 146 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ইউনিয়ন সভাপতি এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু,

গ্রাম ডাঃ মমতাজ উদ্দিন, ইউপি সদস্য ফজলুর রহমান, সাবেক ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জাতীয় যুব সংহতির সভাপতি সিদ্দিকুর রহমান সাঈদ, ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শাওন হোসেন, শ্রমিক পার্টির সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

সভা শেষে জাতীয় পার্টির প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ শরীফ ও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মহিতুল ইসলাম। এসময় উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন