কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে চলাচলের সরকারী রাস্তার উপর, পাকা ঘর নির্মান করার প্রতিকার চেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছে।
জানাগেছে, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র মোঃ শহিদ গাজী, মোঃ সবুর গাজী ও একই গ্রামের নুর মোহাম্মাদ বিশ্বাসের পুত্র মোঃ মাহফুজ হোনে, কালিগঞ্জ উপজেলার জাফরপুর মৌজা জে,এল,নং-…এ,এস খতিয়ান নং-১, দাগ নং-১৫, হালদাগ নং-৩৪, যা পথ হিসাবে সর্ব সাধারণের জন্য ব্যবহার হয়ে আসছে।
বিবাদীরা পথের জায়গা জবর দখল করে ঘর বাঁধতে থাকলে জাফরপুর গ্রামের আবুল হোসেন সানা, সহ ২১ জন ব্যক্তি রাস্তার উপর পাকা ঘর নির্মানের প্রতিবাদ জানিয়ে এবং প্রতিকার চেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছে।
s