হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ৫ দফা দাবী ও স্মারকলিপি প্রদান

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ কালিগঞ্জ শাখার আয়োজনে বেতন গ্রেড ও পদমর্যাদাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল স্কুল-কলেজ-মাদ্রসা শিক্ষা প্রতিষ্ঠানে এর তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহহণ করে।

কালিগঞ্জ উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অফিস সহকারি দীপক কুমার পাল এর সভাপতিত্বে ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট সুকুমার দাশ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রধান অফিস সহকারি নিরোধ কুমার মন্ডল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজী আলাউদ্দীন কলেজের অফিস সহকারি আব্দুল্লাহ আল মাহমুদ, সংগঠনের কোষাধ্যক্ষ ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি ভরত চন্দ্র সরকার, কুশুলিয়া কলেজ এন্ড স্কুলের অফিস সহকারি তপন কুমার চক্রবর্তী প্রমুখ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে কালিগঞ্জ উপজেলার কলেজ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার তৃতীয় শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন। এছাড়া কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড ১১ পরিবর্তনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে একসাথে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন