কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জের তারালী ইউনিয়নের গোলখালী মহা শ্মশানের পাশে ৪ অক্টোবার রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদ্য প্রসুত এক শিশু সন্তান পথচারীরা কুড়িয়ে পেলেন। বর্তমান শিশু সন্তানটিকে কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে শিশুটি সুস্থ্য রয়েছে।
জানা গেছে কালিগঞ্জ কাঁকশিয়ালী ব্রীজ থেকে গোলখালী যাওয়ার রাস্তায় মহা শ্মশানের পাশে একটি গাছে বাজারের ব্যাগ ঝুলে থাকতে দেখে স্থানীয় পথচারী ইজরাইল,সাত্তার, পঞ্চান্ন গাছ থেকে ব্যাগ নামিয়ে ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো একটি নবজাতক ছেলে সন্তান দেখতে পায়। শিশু সন্তানটি তখনও নড়াচড়া করছিল। এসময় তারা দ্রæত শিশুটিকে নিয়ে কালিগঞ্জ সার্কিক্যাল ক্লিনিকে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা করায়। এঘটনার সংবাদ পেয়ে কালিগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ক্লিনিকে আসেন এবং শিশুটির খোঁজ খবর নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান জানান শিশুটি শ্বাস প্র্রশ্বাস স্বাভাবিক এবং সুস্থ্য আছে এবং তিনি জানান বাচ্চাটি ৩-৪ ঘন্টা আগে জন্ম নিয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোজাম্মেল হক জানান বাচ্চাটি দত্তক দেওয়া হবে তবে শিক্ষিত পিতা-মাতা সন্তান ধারনে অক্ষম ব্যক্তিরা আবেদন করতে পারবে ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটি কে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনগণের জিজ্ঞাসা এই ঘটনার সাথে কারা জড়িত, শিশুটি কিভাবে ওখানে নিয়ে আসলো ঘটনার সঠিক তদন্ত হলে আসল রহস্য উৎঘাটন হবে।