হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করনে ১০জনকে সেলাই মেশিন প্রদান

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করনে ১০জনকে সেলাই মেশিন প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) :

কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও নারী উন্নয়ন সংগঠন প্রেরনার অর্থায়নে নারীদের স্বাবলম্বী করনে ১০ জনকে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় প্রেরনার আয়োজনে তার কার্যালয়ে আনুষ্টানিক ভাবে ১০জন নারী কে সেলাই মেশিন প্রদান করা হয়।

নারী উন্ণয়ন সংগঠন কার্যনির্বাহী কমিটির সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আক্তারুর রহমান মুকুল, সাংবাদিক শেখ অতিকুর রহমান, প্রেরনার কর্মী শারমিন সুলতানা, শিমুল গাইন, নাজমা পারভীন, সুজন ইসলাম ও সমাপ্তি মন্ডল।

অনুষ্ঠানে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, রুমী খাতুন, রোজিনা খামতুন, আছিয়া পারভীন, মেহেরুন্নেছা, আনোয়ারা খাতুন, নাজমা খাতুন, রাজিয়া খাতুর, হাওয়া বেগম, রেবেকা পারভীন ও শান্তা পারভীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন