হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোকদিবস উদযাপিত

কালিগঞ্জে ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোকদিবস উদযাপিত

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ;

বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার কর্মীদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকি ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭ই আগস্ট বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ ফুলতলা মোড়ে শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

উপজেলা ছাত্রলীগ নেতা ও সাবেক কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উসমান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ শাখার সভাপতি শাহ জালাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জল, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন আহম্মেদ সোহাগ প্রমূখ। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সদস্যদের ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন