কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ গ্রাম আদালত ২য় পর্যায়ে প্রকল্প ডি,এম,আই ই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ২য় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এ সহায়তায় প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব হিসাব সহকারী কাম কম্পিউটার এবং গ্রাম আদালত সহকারী অংশগ্রহন করেন।
প্রশিক্ষণের কার্যক্রম উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, ইউএনডিপি প্রতিনিধি রাজু জবেদ এর সভাপতিত্বে ও গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীনের সঞ্চলনায় প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে তথ্য ও উপাত্য উপস্থাপন করেন কালিগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী শাহিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন গ্রাম আদালত হচ্ছে ন্যায় বিচার আর মানবাধিকার অঙ্গীকার আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় গ্রাম আদালতের বিকল্প নেই।
গ্রাম আদালত দেওয়ানী ও ফৌজদারী আদালত কি এটি জানতে হবে। গ্রাম আদালতের ৩৩টি ধারা মনে রাখতে হবে। আমরা নিজেরা না জেনে সব কিছু সৃষ্টিকর্তার উপরে উপরে চাপিয়ে দিয়ে দোষ এড়িয়ে চলি। নিজের দোষ নিয়তির উপর চাপিয়ে না দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষনে সার্বিক বিষয়ে গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরেন ইউএনডিপির প্রতিনিধি রাজু জবেদ।
