কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৪ সাব কম্পোনেণ্ট আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নে বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অর্থায়নে লীড এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস বায়স্তবায়নে ও ইডার সহযোগীতায় আউট অব স্কুল চিলড্রেন বিষয়ক অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল উসলামের সভাপতিত্বে ও ইডা সংস্থার প্রোজেক্ট কো-অডিনেটর মোস্থাফিজ কামাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইডা সংস্থার নির্বাহী পরিচালক আক্তার হোসেন। অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন সাস এর নির্বাহী পরিচালক ইমান আলী, উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার। অবহিতকরন সভায় প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন সাস এর খান মোঃ শাহ আলম।
সাতক্ষীরা জেলার ৬টি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হবে। এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ৭০টি শিক্ষা সেন্টারে এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষাথীরা বিশেষ করে ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাথীরা এই প্রকল্পের আওতায় শিক্ষা গ্রহন করতে পারবে।
একটি শিক্ষালয়ে ২০ থেকে ৩০জন শিক্ষর্থীকে ১জন শিক্ষক সব বিষয়ে শিক্ষা প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের আওতায় শিক্ষার্থী সংগ্রহ জরিপ চলছে অতি শিগ্রই শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রকল্পেটি বাস্তবায়িত হবে।
s