হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের যোগদান

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ সার্কেলের নবাগত এডিশনাল এসপি হিসাবে মো: আমিনুর রহমান যোগদান করেছেন। গত ১৭ ফেব্রæয়ারী ২০২২ পূর্বাহ্নে তিনি সাতক্ষীরা পুলিশ অফিসে যোগদান করেন। যোগদান করার পর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) মো: ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান বাংলাদেশ পুলিশ ক্যাডারের ৩৩ তম বিসিএস অফিসার। তিনি এর আগে খুলনা এপিবিএন এ কর্মরত ছিলেন।

শনিবার কালিগঞ্জ থানায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের সাথে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা তার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম.হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম আহম্মাদ উল্লাহ বাচ্চু প্রমূখ।

কালিগঞ্জ সার্কেলের নবাগত (অতিরিক্ত) পুলিশ সুপার আমিনুর রহমান কালিগঞ্জের জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন