হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ বি,আর,ডি’পি’র নৈশ প্রহরী আব্দুর রহিম কালু গুরুত্বর অসুস্থ্য সাহায্যের আবেদন

কালিগঞ্জ বি,আর,ডি’পি’র নৈশ প্রহরী আব্দুর রহিম কালু গুরুত্বর অসুস্থ্য সাহায্যের আবেদন

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন (বি,আর,ডি,পি) অফিসের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী মীর আব্দুর রহিম (৬২), গুরুত্বর অসুস্থ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীণ রয়েছেণ। সম্প্রতি কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের মৃত মীর আব্দুল মতিনের পুত্র সাবেক ইউপি মেম্বর ও বি,আর,ডি,পি অফিসের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী মীর আব্দুর রহিম কালু অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তাকে প্রথমে নলতা হাসপাতাল পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে খুলনা ২৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের পরীক্ষার নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। এদিকে বি,আর,ডি,পি অফিসের নৈশ প্রহরী থেকে গত দুই বছর আগে অবসর নিয়েও মীর আব্দুর রহিম কালু কোন অবসর ভাতা পাননি। এক পর্যায়ে তিনি একটি মটরসাইকেল কিস্তিতে ক্রয় করে ভাড়ায় মটরসাইকেল চালিয়ে ৫ জনের সংসার নির্বাহ করতেন।

তিনি অসুস্থ্য হয়ে পড়ায় চিকিৎসার জন্য ভাড়ায় চালিত মটরসাইকেলটি বিক্রি করে মটরসাইকেলের কিস্তির টাকা পরিশোধ করে বাকী টাকা দিয়ে তার চিকিৎসা করানো হয়েছে। বর্তমান তিনি বাজার গ্রামে নিজের বাড়িতে অর্থের অভাবে চিকিৎসানিতে না পেরে কষ্টের মধ্যে জীবন যাপন করছেন বলে তার পুত্র মামুন জানিয়েছে। অসুস্থ্য আব্দুর রহিমের স্ত্রী মাহমুদা খাতুন তার স্বামীর চিকিৎসার জন্য সরকারী ভাবে ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। পাশাপাশি তার স্বামীর বি,আর,ডি,পি অফিসের অবসরকারীন ভাতা পাওয়ার দাবী জানিয়েছে।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন