হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সরকারী কর্মকর্তা মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবদিদের মতবিনিময়

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সাথে উপজেলা সরকারী কর্মকর্তা, মৃক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম যোগদানের পর মঙ্গলবার প্রথম অফিস করেন। তিনি সকালে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়রম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষকা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলেজ স্কৃলের শিক্ষক, উপজেলা শিল্পকলা একাডেমী, রেডিও নলতা, এনজিও ও সুধি ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আরী মুন্সি, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক প্রভাষক মহিবুল্লাহ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্স শিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুন কুমার দত্ত। সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন এসএম গোলাম ফারুক, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম ও প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন