হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ উপজেলায় ৪৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা হচ্ছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব ১১ অক্টোবর ২০২১ ও ২৬ আশ্বিন ১৪২৮ সোমবার থেকে একযোগে শুরু হচ্ছে। আজ ষষ্ঠি থেকে ৫দিন শারদীয় দূর্গা পূজার উৎসব শুরু হচ্ছে।

কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৪৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপ গুলিতে প্রতি সজ্জায় গেট, প্যান্ডেল লাইটিং সহ অন্যান্য কার্যক্রম শেষ পর্যায়ে।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সরকারি সাহায্য প্রদান করা হয়েছে। কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তায় সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি এবছর আনছার ভিডিপি টিম তারা ভ্রাম্যমান পরিদর্শন করবেন। মন্ডপ গুলিতে স্বেচ্ছাসেবকরায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বিগত বছরগুলোতে খুব জাঁকজমকপূর্ণভাবে প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান পালিত হলেও ২০২০ সালের মার্চ মাস থেকে দেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দেশের সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান অনাড়ম্বরপূর্ণভাবে পালিত হয়ে আসছে।

তবে বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কম হওয়ায় জনজীবনে নেমে এসেছে অনেকখানি স্বস্তির নি:শ্বাস। তাই অনুষ্ঠিত হতে যাওয়া হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সহ আসন্ন সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সরকারি নির্দেশনার আলোকে অনেকখানি আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হতে যাচ্ছে।

স্ব স্ব পূজামন্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তারা আরো জানান শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ,আনসার সহ স্বেচ্ছাসেবক বাহিনী তৎপর ভূমিকায় থাকবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন