হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি

সংকল্প ডেস্ক :

আজ সকাল ১১:০০ টায় কালিগঞ্জ সাংবাদিক সমিতির অফিস কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে, লিডার্স এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ উপজেলা ফোরামের সদস্যবৃন্দ।

উক্ত সভায় ফোরামের গঠনতন্ত্র, ২০২১ সালে ফোরামের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে সেসব বিষয় ফোরামের সদস্যরা উপস্থাপন করেন। ফোরাম ২০২২ সালের কার্যক্রমের একটি পরিকল্পনা দলীয়ভাবে উপস্থাপন করেন। এসব পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবেন বলে ফোরামের সদস্যরা সীদ্ধান্ত নেন।

সভায় প্রধান অতিথি বলেন, “আজকের যুবরা আগামী দিনের সম্পদ। যুবরা পারে সমাজকে পরিবর্তন করতে। বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন, সন্ত্রাস, জঙ্গিবাদ, অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করতে যুবদের ভূমিকা অপরিসীম। এজন্য যুবদের সামাজিক কাজে এগিয়ে আসতে হবে।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন