হোম খুলনাসাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাঈদ মেহেদীসহ গ্রেপ্তার-২

কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাঈদ মেহেদীসহ গ্রেপ্তার-২

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার শ্যামনগর উপজেলার সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে এবং গ্রেপ্তারকৃত আওয়মামীলীগ নেতা আশরাফ মিঠু শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

উপজেলা সদরের বিসমিল্লাহ সুপার মার্কেটের সেলুন মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যান।

এর আগে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমাযুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন