নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে শ্রমজীবী ও দিনমজুর মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় বিস্তীর্ণ মাঠে পড়ে রয়েছে কৃষকের পাকা ধান। এরিমধ্যে কালবৈশাখীর হানা এবং বৃষ্টিপাত শুরু হওয়ায় ক্ষেতের ধান গোলায় তুলতে না পেরে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক।
এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেলের নেতৃত্বে,ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে মাঠে গিয়ে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছে।
আজ বুধবার ২২(এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম বারের মতো উপজেলার মথুরেশপুর ইউনিয়নে কৃষকের ধান কাটার এই কর্মসূচি শুরু করা হয়। এদিন ইউনিয়নের শীতলপুর এলাকার কৃষক ঈমান আলীর (৩৯শতাংশ) জমির পাকা ধান কেটে কাঁধে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।