ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টায় কার্ত্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও মাসব্যপি হকি প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকার। কাগেরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারুইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম ফকির, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হায়দার আলী মোড়ল, সাধারন সম্পাদক এস এম জাহিদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাহিদুর রহমান মুক্ত।