হোম অন্যান্যসারাদেশ কানাই ভট্টাচার্য সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়, কেশবপুরের ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী ভালুকঘর বহমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রভাষক কানাই লাল ভট্টাচার্য সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ১৬ জুন (২০২২) বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । একজন সংরক্ষিত মহিলা সদস্য পদসহ ৫ পদের বিপরীতে ২জন মহিলাসহ ১০ জন অভিভাবক সদস্য এই নিবার্চনে অংশ গ্রহন করেন। এদের মধ্যে মোঃ শহর আলী গাজী ১৫৮, মিজানুর রহমান ১৫১, আব্দুল গফুর ১৫০ ও আব্দুল গফফার ১৪৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। মহিলা সদস্য পদে ফাতিমা বেগম ১৩৬ ভোট পেয়ে মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন ।

এ নির্বাচনে ৩০০ ভোটারের মধ্যে ২৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে মহিলা ৫ ও পুরুষ ৮সহ মোট ১৩ ভোট বাতিল হিসাবে গন্য হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার ৯ ভোট, কোমল মল্লিক ৯ ভোট পেয়ে ও হাফিজা সুলতানা বিনা প্রতিদ্বন্দিতাই নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন । তিনি বলেন শান্তিপুর্ণ ভাবে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন