হোম অন্যান্যসারাদেশ কানা গরু দিয়ে ১০ বছর ধরে কোটি টাকার প্রতারক সুব্রত ধরা

নড়াইল অফিস :

দীর্ঘ ১০ বছর ধরে কানা,অসুস্থ্য আর গরু বিনিময় এর নামে প্রতারনা করে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক সুব্রত বিশ্বাস(৪৫) ও তার সহযোগী আক্তার হোসেন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সুব্রত নড়াইল শহরের দূর্বাজুড়ি তে প্রতারনার কাজে লাগানো একটি গরুর খামারের মালিক।

গরু বিনিময়ে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে যশোরের রাশেদুল মোল্যা র মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার(২৪ নভেম্বর) দুপুরে ডিবি একটি দল তাকে ভাদুলিডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে। তার নামে সাতক্ষীরা,তুলারামপুর,ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় গরু প্রতারনার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীরা জানান,নানা সময়ে বিদেশী গরু বিক্রির কথা বলে কানা গরু,খোড়া গরু এমনকি জার্সি গরুর কথা অন্য গরু দিয়ে টাকা হাতিয়ে নেয়। টাকা আদায়ে আসলে তাদের ভয়ভীতি দেখাতো এই প্রতারক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন