জাতীয় ডেস্ক :
চট্টগ্রামে কাদায় আটকে যাওয়া একটি বন্যহাতিকে উদ্ধার করা হয়েছে। বনবিভাগের কর্মীরা হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে আবার জঙ্গলে পাঠিয়ে দিয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় রাঙ্গুনিয়া উপজেলার তৈলাভাঙ্গা বিল থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া রেঞ্জের অধীন ধুইল্যাগুনা এলাকায় কাদায় আটকে যায় একটি বন্যহাতি। রাতের কোনো একসময়ে খাদ্যের সন্ধানে অথবা বিচরণকালে নিম্নভূমির থকথকে কাদায় আটকে যায় হাতিটি। বিশাল এ প্রাণীটি আর উঠে আসতে পারেনি। অনেক চেষ্টা করেও তার চারিপাশের পরিবেশ প্রতিকূলতা তাকে ধীরে ধীরে নিস্তেজ করে ফেলে।
খবর পেয়ে চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ অফিসার মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে একটা উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে যোগদেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও তার সঙ্গীরা।
এছাড়া স্থানীয় রাঙ্গুনিয়া রেঞ্জের জনবল, উপজেলা প্রশাসন, হাতিরক্ষা দল এবং সর্বসাধারণের অংশগ্রহণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ উদ্ধার কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
বনবিভাগের চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় কর্মকর্তা সফিকুল বলেন, খাবারের সন্ধানে এসে হয়তো হাতিটি কাদায় আটকে যায়। শরীরের ওপরের অংশ ছাড়া চার পাসহ পুরোটাই কাদার মধ্যে ছিল। স্থানীয় লোকজন হাতিটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। এর পর হাতিটিকে উদ্ধার করে স্যালাইন পানি, লবণ পানি খাওয়ানো হয়। পরে হাতিটি নিজেই উঠে জঙ্গলে চলে যায়।
