হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে সড়ক দূর্ঘটনায় এস.এস.সি পরিক্ষার্থী নিহত

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাভিল তালুকদার (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে কাউখালী-ঝালকাঠী সংক্ষিপ্ত সড়কের গুয়াটন মাসুদ মেম্বারের বাড়ির সামনে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাভিল উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান হালিম তালুকদারের ছেলে এবং জয়কুল কারিগরী স্কুলের এসএসসি পরীক্ষার্থী। গ্রামের বাড়ি উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি।

প্রত্যেক্ষদর্শীরা জানায়,মোটরসাইকেল যোগে তিনজন আরোহী উপজেলার কাউখালী-ঝালকাঠী সংক্ষিপ্ত সড়ক দিয়ে গুয়াটন আসছিল। পথে মধ্যে দুই বন্ধুকে নামিয়ে একা মোটরসাইকেল চালিয়ে যাবার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠীর গুয়াটন মাসুদ মেম্বারের বাড়ির সামনে পাশে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা ফেটে নাভিল এর মৃত্যু হয়।

স্থানীয়রা নাভিলকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফা সিদ্দিক তাকে মৃত ঘোষনা করেন।

শেখেরহাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস,আই বেলায়েত হোসেন বলেন মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নাভিলের মৃত্যু হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন