পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) চুড়ান্ত খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাউখালী সরকারি কে.জি.ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ দল ট্রাইবেকারে ৬-৫ গোলে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।সেরা খেলোয়ার হন বিজয়ীদলের ইমরান হোসেন।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।উপজেলার ৫টি ইউনিয়নের দলের অংশগ্রহণে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন. সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি.উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু,উপজেলা জাতীয় পার্টির(জেপি) সাধারন সম্পাদক শাহ আলম নসু,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বাবর তালুকদারসহ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।