হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে তামিমা আক্তার নামের দেড় বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। দুর্ঘটানাটি ঘটেছে শনিবার (২৪জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামে। নিহত শিশু তামিমা ওই গ্রামের মো. রফিক সরদারের কন্যা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে শিশু তামিমাকে নিয়ে তার মা নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় শিশুটি তার মায়ের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের নালার পানিতে পড়ে যায়। হঠাৎ মা তাকে কাছে না দেখে খোঁজা-খুজি করতে থাকে।

এর এক পর্যায় স্বজনরা তাকে বাড়ির পাশের নালায় ভাসতে দেখে তাকে তুলে হাসপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফা সিদ্দিকী বলেন, ওই শিশুটিকে বিকাল সোয়া ৩টার দিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন