পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিবাহ দেয়ার অপরাধে কনের মা, বর, ও কাজীসহ ৩জনকে ১৫হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০মে) বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দেন।
জানাগেছে, উপজেলার শিয়ালকাঠী দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ফাতেমাকে (১৪) বাল্যবিবাহ প্রদানের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় কনের মা নাছিমা বেগম, ছেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কুদ্দুস সেখের ছেলে রোকন সেখ(২৫) ও চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্টার ( কাজী) হাবিবুর রহমান প্রত্যেককে পাচঁ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।