পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালী ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ২ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৫৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৫৪০ টাকা ও উদ্ধৃত্ব রয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা।
বুধবার (২জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন এ বাজেট ঘোষণা করেন।
অত্র ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুর, এনজিও ফোরামের টিম লিডার আব্দুস সালাম.প্রধান শিক্ষক নান্না মিঞা,ব্যবসায়ী পল্টু লাল বসু,ইউপি সদস্য রিয়াজুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ,শিক্ষক. সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট সভা শেষে করোনা ভাইরাস রোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।