নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাজা’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন, সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, ছাত্রদল নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা সরদার কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগ গুলো পাওয়া গেছে সেগুলো কোন স্বাভাবিক দাগ ছিল না। যা ময়নাতদন্তের রিপোর্টেও এসেছে।
বক্তারা এসময় কলেজ ছাত্র রাজা’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।