হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ১৪ জন করোনায় সনাক্ত ব্যক্তির মধ্যে ৬ ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত

কলারোয়ায় ১৪ জন করোনায় সনাক্ত ব্যক্তির মধ্যে ৬ ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত

কর্তৃক
০ মন্তব্য 159 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় করোনা পজিটিভ সনাক্ত হওয়া ১৪ জন ব্যক্তির মধ্যে ৬ ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত হয়েছে। শনিবার (২০জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া পূর্বের ২ জনসহ ৬ ব্যক্তিকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২০জুন) এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান, উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের করোনা আক্রান্ত পল্লী চিকিৎসক আবুল কালাম ,তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২) এবং হিজলদি গ্রামের ইব্রাহিম (২১) এই ৪ জনের প্রথম- দ্বিতীয় দফায় ফলোআপ নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ঘোষণা করা হয়। এর আগে গত ১৪ জুন সরকারিভাবে একই ইউনিয়নের দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিমকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৬ জন করোনা ভাইরাসমুক্তরা হলেন, দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিম, নাথপুর গ্রামের একই পরিবারের পল্লী চিকিৎসক আবুল কালাম, তাঁর স্ত্রী সালেহা ও ছেলে খালিদুর এবং হিজলদি গ্রামের ইব্রাহিম। উল্লেখ্য, গত ১৬ মে দাঁড়কি গ্রামের মাজেদুল (৩৬), ২০ মে তাঁর স্ত্রী মিম (২২), ২২ মে হিজলদি গ্রামের ইব্রাহিম (২১), ২৪ মে নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম ,২৭ মে তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২) করোনায় আক্রান্ত হন। এই তথ্যানুযায়ী উপজেলার চন্দনপুর ইউনিয়নের করোনা ভাইরাসে সনাক্ত হওয়া সকল ব্যক্তিরা করোনামুক্ত বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদর-২, দেয়াড়া-৩,জালালাবাদ -১, লাঙ্গলঝাড়া-১ ও কেঁড়াগাছি ইউনিয়নে-১ জনসহ মোট ৮ব্যক্তি করোনা পজিটিভ সনাক্ত হিসাবে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ইউনিয়নে আক্রান্ত সকলেই করোনা মুক্ত হওয়ায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করে জানান, ২১ জুন রবিবার সদ্য করোনামুক্তদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন