হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা)

কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে শনিবার (১৯ডিসেম্বর) বিকালে মাদরাসা ছাত্র, এতিমখানার শিশু ও সমিতির সদস্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

পৌরসভাস্থ ঝিকরা গ্রামে সমিতির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমিতির সভাপতি বাবু গঙ্গা মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম।

অন্যদেও মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদস্য আল আমিন হুসাইন, শিক্ষক গোলাম রহমান, সাংবাদিক জুলফিকার আলী,সমিতির সদস্য শামীম হোসেন, নেছারুন বেগম ও মনোয়ারা বেগমসহ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও সমিতির সদস্যসহ ২০০শত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন