হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ বিষয়ে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ বিষয়ে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ বিষয়ে শিক্ষকদের ভূমিক ও দায়িত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

’আমাদের কলারোয়া প্রকল্প’র সহযোগীতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন আর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

কর্মশালায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক ইমদাদুল হক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক প্রতিনিধি আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১০ জন প্রধান ও প্রধান শিক্ষকের প্রতিনিধিবৃন্দ। কর্মশালাটি পরিচালনা করেন আমাদের কলারোয়া প্রকল্পের প্রতিনিধি বিপ্লব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন