দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমসিএ প্রয়াত মমতাজ আহমেদের সহধর্মিণী ও ব্র্যাক কর্মকর্তা আরএম ফরহাদের মাতা মোছা: রিজিয়া খাতুন (৮২) ইন্তেকাল করেছেন ( ইন্না… রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবন কলারোয়ার বোয়ালিয়া গ্রামে (মমতাজ নগর) মৃত্যুবরণ করেন তিনি । তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়- স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত মমতাজ আহমেদের পুত্র সাতক্ষীরা শহরের পানশী রেস্তরাঁর সত্ত্বাধিকারী জেএম ফাত্তাহ জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মা নামাজের পর বোয়ালিয়া গ্রামে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
