হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) বিকালে সমতিরি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা ও পৌর মেয়র প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহাকারি প্রধান শিক্ষক আ: রকিব।

শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় শিক্ষকদের ইএফটি ( ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার), কল্যাণ সমিতির নির্বাচন, উপবৃত্তি, শিক্ষা সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের বক্তব্যে, আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে মেয়র হিসাবে নির্বাচিত হয়ে যাতে শিক্ষকমন্ডলী, গুণীজন ও পৌরবাসীর মুখ উজ্জ্বল করার সুযোগ পেতে পারি সেজন্য উপস্থিত শিক্ষকসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হতে পারলে পৌর সভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে, কলারোয়া পৌর সভাকে মডেল পৌরসভায় উত্তীর্ণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ সহকর্মী মেয়র প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নির্বাচনী প্রতিদ্বন্দীতায় সফলতা কামনা করেন। এ সময় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরু, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম, প্রদীপ পাল,তজিবর রহমান,দিলীপ পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন