হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মহিলা আ. লীগ নেত্রীর অসুস্থ পুত্রের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় মহিলা আ.লীগ নেত্রীর অসুস্থ পুত্র শুভ’র চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা করলেন উপজেলা আওয়ামীলীগের নেতা- কর্মীবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের প্রানপ্রিয় নেত্রী ফেরদৌসি বেগমের একমাত্র পুত্র সন্তান শুভ (৩০) দীর্ঘদিন যাবৎ হার্টে ব্লকেজ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে বাইপাস সার্জারি করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। মহিলা নেত্রীর সেই আর্থিক সামর্থ না থাকায় উপজেলা আ’লীগ ও মহিলা আ’লীগের পক্ষ থেকে অসুস্থ শুভ’র চিকিৎসা সেবায় মানবিক (আর্থিক) সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার(১৭ জুন) সকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বিপদসংকুল অসহায় পরিবারের মাঝে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর আ.লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, মহিলা আ. লীগ নেত্রী রহিমা বেগম কাজল, বিপদগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মহিলা নেত্রী ফেরদৌসি বেগম সহ আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না অসুস্থ শুভ’র চিকিৎসা সেবায় আর্থিকভাবে সহযোগীতা করার জন্য সকল স্ব-হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন