হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিবসটি পালন করা হয়। সকাল ৮ টায় দিবসের আনন্দ র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটা ও স্কুলের সভা কক্ষে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন। স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাস্টার আব্দুল মান্নান, জেহের আলী, উত্তম কুমার, শিক্ষিকা হোসনেয়ারা পারভীন, আবু সাঈদ মাহমুদসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও: কামরুজ্জামান। অনুরুপভাবে গার্লস পাইলট হাইস্কুল, সিংগা মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়েছে বলে জানা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন