হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক অবৈধ কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, শনিবার( ৪ মার্চ) বেলা ১ টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন তুলশিডাঙ্গা এলাকায় চাটনী, আচার ও আইসক্রীম কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে অভিযানকালে বিএসটিআই’র অনুমোদনহীন কারখানা থেকে ভেজাল পণ্য তৈরী করার অপরাধে কারখানার মালিক ইকবাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বিএসটিআই অনুমোদন না থাকায় কারখানা বন্ধের নির্দেশ প্রদান এবং ভেজাল পণ্য ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য উদ্ধার করে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের সহায়তা করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ। আদালতের বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন ভূমি অফিসের প্রনব কুমার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন