হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যক্তিকে ৪৩ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে এক ব্যক্তিকে ও মৎস্য সংরক্ষণ আইনে অপর এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) বেলা ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

অভিযানকালে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের আখতার হোসেনের(৪২) অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিয়ের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭” এ ৫/৩ ধারা মতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামের আনারুল হাসান(৩৭) কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ এর ৫/২ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, এসআই রঞ্জন কুমার মালে সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, সরকারী নির্দেশনায় বাল্যবিবাহ সহ জনস্বার্থে সকল অপরাধ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন