হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ॥ ৫ জয়িতাকে সংবর্ধনা

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ॥ ৫ জয়িতাকে সংবর্ধনা

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি :

কলারোয়ায় আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি”-এই স্লোগানকে সামনে রেখে বুধবার (৯ ডিসেম্বর) সকালে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শাহনাজ নাজনীন খুকু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, প্রফেসার আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী বুইতা গ্রামের আলেয়া খাতুন, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাইকপাড়া গ্রামের সানজিদা খাতুন, সফল জননী তুলসীডাঙ্গা গ্রামের নারগিস বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবণ শুরু উপজেলার রঘুনাথপুর গ্রামের সীমা বিশ্বাস ও সমাজ উন্নয়নে অসামান্য আবদান রাখায় উত্তর দিগং গ্রামের মমতাজ বেগম।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন