দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টার দিকে থানার এসআই সোহরাব হোসেন, এমসআই আছাবুর রহমান সরদারসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামের গনি গাজী’র ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার(১৯ জানুয়ারী) সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।