দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া থানা পুলিশ ৩ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই রুবেল আহম্মেদ, এসআই ইস্রাফিল হোসেন ও এএসআই রকিবুল হাসান সঙ্গীয় ফোর্সের সহয়তায় শুক্রবার(১৮ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে আসামীদের পৌরসভার গোপীনাথপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামের হযরতের দুই পুত্র আমির হামজা ও মুজাহিদ এবং একই গ্রামের আব্দুল আজিজের পুত্র আছাদুল রহমান। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের শুক্রবার সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।