হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযান এবি পার্কে পতিতাসহ আটক- ৮

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এবি পার্কে ৪ পতিতাসহ ৪জন খরিদ্দারকে আটক করা হয়েছে। আটকের ঘটনাটি ঘটেছে কলারোয়ার যুগিখালী ইউনিয়নে অবস্থিত এবি পার্কে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার(১ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে এসআই রুবেলের নেতৃত্বে এসআই কেএম রেজাউল করিম ,এসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চিত্তবিনোদনের নামে অবস্থিত এবি পার্কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কের ভিতরে অনৈতিকভাবে মেলামেশার দায়ে সাতক্ষীরা সদরের বাঁশদাহ গ্রামের পতিতা ঝর্না খাতুন(২৫), একই গ্রামের আনোয়ারা খাতুন(১৮),মনিরামপুরের তাজপুর গ্রামের তানজিলা খাতুন(২১),একই এলাকার শিরিনা বেগম(২৬) ও আটক খরিদ্দার যুগখালির পাইকপাড়া গ্রামের আনারুল ইসলাম(৩০), মাধবকাটির ছয়ঘরিয়া গ্রামের সাগর হোসেন আলী, মনিারামপুরের ষোলোখাদা গ্রামের মাহাবুবর রহমান(৩০) ও মনিরামপুরের লক্ষনপুর গ্রামের শাহা আলম বিশ্বাস(৩০), কে আটক করা হয়।

এ ব্যাপারে কলারোয়া থানায় পার্কের স্বত্তাধিকারী আবুল বাসার(৫২), ম্যানেজার শহরালী(৪৮),সহ আটকদের বিরুদ্ধে মামলা দায়ের(যার নং-৩, ১-১-২১ইং) করা হয়েছে।’থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরাসহ পার্কের স্বত্তাধিকারী ও ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন