কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অফিসার ক্লাবে উপজেলা সমাজসেবা অফিসার সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পরিচালক শেখ ফারুক হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও), ক্লাব, এতিমখানা ও প্রতিবন্ধী স্কুলের কর্মকর্তাদের আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর শেখ জামিল হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তা ও সূধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন, গণ মৈত্রীর(এনজিও) পরিচালক মেহেদী হাসান।