কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার ইলিশপুরে ” আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত নিরাপদ আম রপ্তানী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর বাজারে আম রপ্তানী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাতক্ষীরা ও কলারোয়ার মাটি আবহাওয়ার অনুকুলে থাকায় আম আজ ইউরোপ সহ দেশ – বিদেশের বিভিন্ন স্থানে রপ্তানী করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তিনি সনাতন পদ্ধতিতে নয়, বিজ্ঞান ভিত্তিক পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন করে আম উৎপাদনে আমচাষীদের বিভিন্ন প্রশিক্ষনের কথা তুলে ধরেন। অনুরুপভাবে তিনি আম প্যাকেজিং এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে আমচাষী ও ব্যবসায়ীদেরকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি বাপ্পি দত্ত, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলীসহ সূধি ও আম উৎপাদনকারী কৃষক-কৃষাণীবৃন্দ।