হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ, মোট আক্রান্ত-১০২, চিকিৎসাধীন-১১

কলারোয়ায় নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ, মোট আক্রান্ত-১০২, চিকিৎসাধীন-১১

কর্তৃক
০ মন্তব্য 117 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় নতুন করে থানার ওয়ারলেস অপারেটরসহ ২ ব্যক্তির করোনা পজিটিভি শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ১০২ তে পৌঁছালো। নতুন করে আক্রান্ত ব্যক্তিদ্বয় হলেন, কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে চাকুরীর সূত্রে বসবাসরত তৌফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী কাকলী আক্তার (৩৪)।

আক্রান্ত তৌফিকুল ইসলাম কলারোয়া থানায় ওয়ারলেস অপারেটর হিসাবে কর্মরত আছেন। আজ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ১০২ জনের মধ্যে ইতোমধ্যে ৮৮ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ৩ জন পূর্বেই মারা গিয়েছেন। ফলে বর্তমানে উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ’র বিষয়টি নিশ্চিত করে আরো জানান, এদিন (২৬আগস্ট) পর্যন্ত হাসপাতাল থেকে ৭২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলেও ইতোমধ্যে ল্যাব থেকে ৬৯৭ জনের রিপোর্ট হাসপাতালে এসেছে। এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, বুধবার (২৬আগস্ট) নতুন করে আক্রান্ত থানায় কর্মরত ব্যক্তির বসবাসরত বাড়িতে লকডাউন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন