দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২৩’ উৎযাপিত হয়েছে। সোমবার(২ জানুয়ারী) সকাল ১০ টায় দিবসটি উৎযাপনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।
বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার সমাজসেবা বান্ধব সরকার। সমাজসেবা খাতে সরকার ৫৪ টি সহ বিভিন্ন সেবা প্রদানে সমাজের আমূল পরিবর্তন সাধিত করেছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমাজের সকলকে সমাজসেবায় এগিযে আসার আহবান জানান।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পিআইও রকিবুল ইসলাম, একাউন্টস অফিসার তুহিন আক্তার,সহকারি সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, দলনেত্রী মনোয়ারা খাতুন।
সমাজসেবা অফিসের কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের শিরিনা খাতুন, শাহাজান আলী, মিজানুর রহমান, সাংবাদিক এম,এ সাজেদ, জাকির হোসেন, জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, সাংবাদিক ও সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীগণ।