হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ’জাতীয় গণহত্যা দিবসে’ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় ’জাতীয় গণহত্যা দিবসে’ শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিনাস্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি স্কুল ফুটবল মাঠের ধারে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সহকারি কমিশনার(ভ’মি) আক্তার হোসেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কপাই সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা পরিসংখ্যন অফিসার তাহের মাহমুদ সোহাগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, সনাতন ধর্মীয় নেতা মনোরঞ্জন সাহা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক তপন কুমার মন্ডল, অধ্যাপক রমাকান্ত সরকার, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক আরিফ চৌধুরী, হাবিবুর রহমান রনি, সেলিম খান, ক্রীড়া ব্যক্তিত্ব নিঁয়াজ আহম্মেদ খাঁনসহ অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শেষে অতিথিবৃন্দ ২৫ মার্চের ভয়ালতম রাতের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে নতুন প্রজন্মের কাছে সেই রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে ধরার আহবান জানান।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন