হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ ভাইয়ের আঘাতে ভাইসহ ভাইপো মারাত্মক জখম

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ ভাইয়ের আঘাতে ভাইসহ ভাইপো মারাত্মক জখম

কর্তৃক Editor
০ মন্তব্য 164 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ ভাইয়ের আঘাতে ভাইসহ ভাইপোকে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামে। আহতরা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভূক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দিগং গ্রামের ঘটনায় আহত হয়েছেন সাবেক মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে (৭০) ও তার পুত্র অহিদুজ্জামান সোহাগ। আহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত কামাল উদ্দিন, মোল্ল্যার বড় পুত্র। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আব্দুর রশিদ, তার বাড়ির সীমানা প্রাচীর নির্মানকালে ছোট ভাই আব্দুস সাত্তার, তার পুত্র সজিব হোসেন বাঁধা দেন।

বাকবিতন্ডার একপর্যায়ে তাদের আঘাতে আব্দুর রশিদ আহত হন। সে সময় ঠেকাতে আসলে তার পুত্র অহিদুজ্জামান সোহাগও আহত হন। তাদের আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আব্দুর রশিদ বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে আহতের পরিবার থেকে জানা যায়। অপরদিকে, ছোট ভাই আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে তারও দাবি করেন।

তাদের কয়েকজন কলারোয়া হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান। থানায় অনুরূপভাবে আরেকটি অভিয়োগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এজাহারের কপি হাতে এলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন