হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ছেলেদের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতার সংবাদ সম্মেলন

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার রামকৃষ্ণপুর গ্রামের হাজের আলী সরদার তার ছেলেদের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার(১ জানুয়ারী) সকাল ১১ টায় কলারোয়া প্রেসক্লারের আস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে রামকৃষ্ণপুর গ্রামের মৃত-আবব্বাস আলী সরদারের পুত্র হাজের আলী সরদার জানান, পারিবারিকভাবে ঋণগ্রস্থ হওয়ায় আমার মুল সম্পত্তির নিজ অংশ থেকে ১০ কাঠা জমি বিক্রয় করার জন্য সিদ্ধান্ত নেয়।

সেই মোতাবেক আমার বড় ছেলে আব্দুল মান্নান, মেঝ ছেলে আব্দুল হান্নানকে বিষয়টি জানালে তারা সেই মোতাবেক কলারোয়া সাব রেজিস্ট্রী অফিসে ১০ কাঠা জমি বিক্রির উদ্দেশ্যে গেলে তারা প্রতারনামূলক ভাবে আমার কাছ থেকে ৪ একর ১৯ শতক জমি লিখে নেয়।

প্রতারনার বিষয়টি আমার সন্তানদের কাছে জানতে চাইলে তারা আমাকে এড়িয়ে চলছে। এ বিষয়ে আমি পরিস্কার ভাবে মতামত পোষন করছি যে, আমার মোট সম্পত্তি ওয়ারেশদের মাঝে সমবন্টন করার ইচ্ছা প্রকাশ করছি।

প্রতারনার বিষয়টি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন