হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০’ উপলক্ষ্যে র ্যালি ও আলোচনা সভা

কলারোয়ায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০’ উপলক্ষ্যে র ্যালি ও আলোচনা সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় গ্রামীন সড়ক রক্ষাণাবেক্ষণ মাস ” আক্টোবর -২০’ উপলক্ষ্যে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত র ্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। উপজেলা প্রকৌশলী নাজিমুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপ-সহকারি প্রকৌশলী সাইদুল ইসলাম, সিও এসএম শরিফুল ইসলাম,সার্ভেয়ার জাকির হোসেনসহ সূধিবৃন্দ।  “মুজিববর্ষের অঙ্গীকার- সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস “অক্টোবর-২০’  উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৫৬ জন এলসিএস মহিলা কর্মী উপস্থিত ছিলেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন